ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে তিন কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি চৌকস দল ভাংগা থানায় এক অভিযান পরিচালনা করে। গতকাল সন্ধ্যা ফরিদপুর ভাংগা থানাধীন ব্রাহ্মনপাড়ার ভাংগা টু মাওয়া হাইওয়ে সংলগ্ন জনৈক শাহজাহান শেখ এর চায়ের দোকানের সামন হতে আসামী মোঃ দ্বীন ইসলাম মৃধা, দিল্লী পিতা- মৃত রাজ্জাক মৃধা, সাং- সূর্য্যনগর ০১ নং ওয়ার্ড ও মোঃ সজীব মাদবর (৩২) পিতা- মোঃ সালাম মাদবর, সাং- দত্তপাড়া ০২ নং ওয়ার্ড উভয় থানা- শিবচর থানা- মাদারীপুরদের কে তিন কেজি গাঁজা সহ আটক করেন। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
