হোম জাতীয় ফখরুলের পর সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

জাতীয় ডেস্ক:

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (২৬ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা আব্বাস। সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী আফরোজা আব্বাস এবং দুই ছেলে।

দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, শারীরিক বেশ কিছু সমস্যা দেখা দেয়ায় চিকিৎসকদের পরামর্শে এবং নিয়মিত হেলথ চেকআপের অংশ হিসেবে সিঙ্গাপুর গেছেন মির্জা আব্বাস।

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপিটালে চিকিৎসা নেবেন বলে জানান তিনি।

রফিক জানান, আফরোজা আব্বাসও ফলোআপ চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন।

পাকস্থলীর সমস্যার কারণে গত বছর মে মাসে চিকিৎসকদের পরামর্শক্রমে সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা আব্বাস।

গত ২৪ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। প্রতিবছরই তিনি ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন