ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাঙ্গা এলাকায় প্রতিপক্ষের হামলায় পার্বতী বিশ্বাস (৩৫) নামের এক নারী শ্রমিক আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পার্বতী বিশ্বাস উপজেলার ব্রহ্মডাঙ্গা গ্রামের মৃত অনন্ত মল্লিকের কন্যা ও সোনাতন বিশ্বাসের স্ত্রী। তিনি বিভিন্ন রাস্তায় কর্মসূচির কাজ করে জিবিকা নির্বাহ করে থাকেন বলে স্থানীয়রা জানান।
আহত নারী জানান, শনিবার দুপুরে তিনি নিজ বাড়ির সামনে ঘুরাঘুরি করছিল। এ সময় মহিলা ইউপি সদস্যা (সংরক্ষিত) জেসমিন বেগম তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় মহিলা ইউপি সদস্য এর সাথে পার্বতী বিশ্বাসের কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পার্বতী বিশ্বাসকে মারপিট করে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে মহিলা ইউপি সদস্যা জেসমিন বেগম জানান, তিনি পার্বতী বিশ্বাসকে মারপিট করেননি। উল্টে পার্বর্তী বিশ্বাস মহিলা ইউপি সদস্য জেসমিন বেগমকে অপমানজনক কথা বলে এবং তাকে মারপিট করে।
এদিকে স্থানীয় ইউপ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। তিনি বিষয়টি দেখছেন বলে জানান।