ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় বিষধর সাপের উপদ্রব দেখা দিয়েছে। এতে আতংকে রয়েছে হাসপাতালের চিকিৎসক, নার্স, রোগী সহ অন্যান্যরা।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে হাসপাতালের নার্সদের কোয়াটারের পিছনে একটি বিড়াল একটি বড় বিষধর কেউটে সাপ নিয়ে খেলা করছিল। এ দৃশ্য দেখে হাসপাতালের কর্তৃপক্ষ আতংকিত হয়ে পড়েন। এসময় সাপটিকে লাঠি দিয়ে মেরে ফেলেন। সাপটি ৫ফুট লম্বা হবে বলে তারা জানান।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, হাসপাতালে সবাই এখন সাপ আতংকে রয়েছে। এর আগেও এখানে এরকম বিষধর সাপ দেখা গেছে। হাসপাতাল এলাকায় আরো এ ধরনের সাপ থাকতে পারে বলে তিনি জানান।