হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম মফিদুল ইসলাম।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির বসু, মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন