হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবসস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজের আয়োজনে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শেখ হেলাল উদ্দীন কলেজের মাঠে শনিবার বিকেল ৪টায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। খেলায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বিএল স্পোর্টিং ক্লাব ও ঝিনাইখালী স্পোর্টং ক্লাব। খেলায় ট্রইব্রেকারের মাধ্যমে ঝিনাইখালী স্পোটিং ক্লাবকে ০১ গোলে হারিয়ে বিএল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান, জীবন কৃষ্ণ এবং লাচ্চু শেখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। কলেজের প্রাক্তন ছাত্র টুটুল আকুঞ্জীর স ালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম, ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল শেখ, জিবি সদস্য এ্যাড. নব কুমার চক্রবর্তী, মোঃ হাফিজুর রহমান, অপূর্ব লাল সাহা প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন