ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ শেখ হেলাল উদ্দীন এবং সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলের মাতা শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেখ হেলাল উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম, স ম আব্দুর রব, সৈয়দ মোহাম্মদ মীর, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা, সেখ তারিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, শিক্ষক প্রতিনিধি প্রভাষক উৎপল কুমার দাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, প্রদিশ অধিকারী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা এই মহীয়সী নারীর কর্মময় জীবনের উপর আলোচনা করেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও এক মিনিট নিরবতা পালন করা হয়।