ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) হয়েছে। এ উপলক্ষে ক্বেরাত, হামদ্-নাত, কুইজ, উপস্থিত বক্তৃতা, দোয়া ও মিলাদ এবং হযরত মোহাম্মদ (সা:) এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসএমসির সভাপতি শেখ কবীর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। স্বাগ বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও নোমান আল মেহেদী, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার আমীর মাও: এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মাও: মোফাজ্জেল হায়দার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েল। এসময় সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহীদুল আলম, বিএনপি নেতা হুসাইন মোহাম্মদ জিয়া, মো: মিজানুর রহমান, যুবদল নেতা মনিরুজ্জামান টুটুকসহ বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মিসহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।