হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট মূলঘর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ন ভবনে চলছে পাঠদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মূলঘর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ভবনটি অত্যান্ত ঝুকিপূর্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুকিপূর্র্ন ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, মূলঘর বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়। দেখা গেছে, বর্তমানে ভবনের বিভিন্ন জায়গা থেকে প্লাস্টার খসে পড়ছে। দেয়াল ও মেঝে স্যাত স্যাতে অবস্থা বিরাজ করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৯৯৪ সালে এক তলা বিশিষ্ট একটি ভবন করা হয়। এরপর ২০০২ সালে এক তলা বিশিষ্ট আরেকটি ভবন নির্মান করা হয়। প্রতিটি ভবনের অবস্থা খুবই বেহাল।

কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ের ভবনটি এতটাই বেহালদশায় পরিনত হয়েছে যে কোন মুহুর্তে ছোটখাট দুর্ঘটনার পাশাপাশি বড়ধরনের দুর্ঘটনার ঘটার আশংকা রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধুদাস মজুমদার জানান, অত্র বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা প্রায় আড়াইশ। ৬ষ্ঠ শ্রেনী থেকে এসএসসি পর্যন্ত চালু রয়েছে। বিদ্যালয়ে বর্তমানে মোট ১২জন শিক্ষক ও ৪জন কর্মচারি কর্মরত রয়েছেন। বিদ্যালয়ের অবকাঠামো অবস্থা খুবই নাজুক অবস্থা বিরাজ করছে। এখানে নেই পর্যপ্ত পরিমান চেয়ার, বেঞ্চ ও টেবিল। ঝুকিপূর্ন ভবনে বসেই শিক্ষার্থীদের পাঠদান করা হয়। বিশেষ করে প্রধান শিক্ষকের কক্ষ ও শিক্ষকদের কক্ষ ব্যবহারের অনুপোযোগি হয়ে পড়েছে।

অবিলম্বে ভবনটি ভেংগে নতুন ভবন নির্মিত অথবা দ্রুত সংস্কার করার জন্য শিক্ষক, এসএমসির নেতৃবৃন্দ, অভিভাবক ও এলাকাবসী সংশিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন