ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট হিটলার গোলদারকে মুঠোফোনে হুমকির অভিযোগে থানায় জিডি।
ভবিষ্যতে জান ও মালের ক্ষতির আশংকায় বুধবার (১৪ জুন) সকালে এ্যাডভোকেট হিটলার গোলদার নিজ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন।
এ্যাডভোকেট হিটলার গোলদার জানান, তিনি গত মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মমহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন। এর কিছুসময় পর তার মুঠোফোনে একটি নাম্বার থেকে কল আসে। তিনি কলটি রিসিভ করার পর মুঠোফোনে তাকে জনৈক্য এক ব্যক্তি বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ অবাঞ্চীত কথা বলেন বলে জানান। এ ঘটনায় বর্তমানে এ্যাডভোকেট হিটলার গোলদার নিরাপত্তাহীনতায় ভূগছেন। যে কোন মুহুর্তে তিনি তার জান ও মালের ক্ষতির আশংকা করছেন। এ ব্যাপারে তিনি শেখ রেজাউল করিম নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ফকিরহাট মডেল একটি থানায় সাধারন ডায়েরী (জিডি) করেন।