ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার বিকেল ৪টায় মূলঘর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলঘর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার।
ইউপি সচিব ফাতেমা তুজ জোহরার পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ, হীরামন মন্ডল, কমল কৃষ্ণ বিশ্বাস, শাহানা পারভীন, ইউপি সদস্য ফকির মোস্তফা কামাল, শেখ মুজিবুর রহমান, সরদার রবিউল ইসলাম, কাজল বেগম, আয়শা আক্তার, শ্রমিকলীগ নেতা ভগিরত বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ শরিফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষককবৃন্দ উপস্থিত ছিলেন।