ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
স্থানীয় পর্যায়ে সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা মডেল হিসাবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জামালপুর জেলার স্থানীয় সরকার বিভাগে উর্দ্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বেতাগার অর্জন ও বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শণ শেষে বেতাগা লোক সংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রানালয়ের আইএমইডি এর মহাপরিচালক ও প্রকল্প পরিচালক মু. শুকুর আলী। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের স্যোসাল পলিসি স্পেশালিষ্ট মো. আজিজুর রহমান, জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ আবুল হোসেন, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের, ফকিরহাট এসিল্যান্ড মো. আছাদুর রহমান, মেলান্দহ ইউপি চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা বেগম প্রমূখ। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী প্রধান শিক্ষক নাজমুল হুদা।
উল্লেখ্য, পরিকল্পনা মন্ত্রনালয়াধিন বাস্তাবায়ন পরিবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) শীর্ষক প্রকল্পের অন্যতম উদ্দেশ্য নারী ও শিশুদের মৌলিক সেবাসমূহ প্রদানের সাথে সম্পর্কিত স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের দক্ষতা, উন্নয়ন ও দেশের বিভিন্ন অংশে বাস্তবায়নাধিন ভাল উদাহরন সমূহের সাথে পরিচয় করানো এবং তা নিজ এলাকায় বাস্তবায়নে উদ্বুদ্ধ করার লক্ষে এ পারস্পিারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়।