ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন ছাত্রলীগের লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম হাওলাদার খোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ফকির, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন ছাত্রলীগের রিপন শেখকে সভাপতি ও মো. ইউসুব আলীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবীর মিত্র, সৈয়দ আলতাফ হোসেন টিপু, শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থন উপস্থিত ছিলেন।
