ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পুজোর কেনাকাটা করতে এসে বাসের ধাকায় গুরুত্বর আহতহয়েছেন এক দম্পতি। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসারজন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালর সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট সদর কোমরপুর গ্রামের সুশিল আচার্য্য (৫০) ও তার স্ত্রী লক্ষী রানী আচার্য্য (৪৫) শনিবার (০২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাড়ী থেকে ফকিরহাট বাজারে কেনাকাটা করতে আসার পথে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি গ্রীনলাইন পরিহনের সাধে ধাক্কা লেগে স্বামী-স্ত্রী গুরুত্বর আহত হন। তরে লক্ষী রানীর অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তল পরিদর্শন ও বাসটি জব্দ¡ করেছে।