ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পুনরায় এডভোকেট কাজী ইয়াছিন (দৈনিক আমার একুশ) সভাপতি ও শেখ সৈয়দ আলী (দৈনিক সময়ের খবর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যনরা হলেন সহসভাপতি খান গোলাম মুর্শিদ (দৈনিক ফলাফল), আমিরুল ইসলাম (জয়টিভি) সুমন কুমার দে (দৈনিক জন্মভূমি), কোষাধ্যক্ষ রামিম চৌধুরী (এখন টেলিভিশন), সহসাধারণ সম্পাদক মুস্তাকিম বিল্লাহ (কোলাহল), সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস (দৈনিক দেশ সংযোগ), সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম (দৈনিক কালজয়ী), দপ্তর সম্পাদক রাসেল আকন (ফকিরহাট নিউজ ২৪.কম), ধর্ম ও সাংস্কৃতিক বিসয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক (দৈনিক নওয়াপাড়া), প্রচার সম্পাদক শেখ শাহিন উদ্দিন (দৈনিক লাঙ্গল কোট), সহপ্রচার সম্পাদক রাজু আহমেদ (ফকিরহাট নিউজ ২৪.কম), নির্বাহী সদস্য (১) এইচ, এম নাসির উদ্দিন (দৈনিক পূর্বাঞ্চল), (২) ফটিক ব্যানার্জী (দৈনিক ইত্তেফাক), (৩) খান আল আউয়াল মনি (দৈনিক নয়া দিগন্ত), সদস্য (১) মোল্লা রাজু আহমেদ (দৈনিক আমার একুশ), (২) আমিনুল ইসলাম (জয় টিভি), ৯৩) জয়নাল হোসাইন (সাপ্তাহিক খানজাহান), ৪) আরিফুল ইসলাম (দৈনিক প্রথম বার্তা)। সহযোগী সদস্য (১) বাপন দত্ত (শ্যামলীমা নিউজ.কম) (,২) শেখ আল- আমিন (২৪ ঘন্টা আপডেট নিউজ)।