ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ দক্ষিনপাড়ার একটি পারিবারিক মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রাচিণ আমলের ১০টি পিতলের মূল্যবান মূর্তি, পিতলের ঘন্টাসহ পূজার বিভিন্ন সরমজাম চুরি করে নিয়ে গেছে। এতে দেড়লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই পরিবার জানান।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের কোন এক সময় পিলজংগ দক্ষিনপাড়া এলাকার মৃত হরিপদ দাশের পুত্র নারায়ন চন্দ্র দাশের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী নারায়ন চন্দ্র দাশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা প্রতিদিনের ন্যায় পূজা অর্চনা শেষ করেন।
পরে রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের গেট খোলা। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা মন্দিরে প্রবেশ করে দেখেন প্রাচিণ আমলের ১০টি পিতলের মূল্যবান মূর্তিসহ পূজার বিভিন্ন সনমজাম চুরি হয়ে গেছে।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে।