ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে এনজিও ব্র্যাক পরিচালিত নারীর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) উপজেলার ডহরমৌভোগ পল্লী সমাজের উদ্যোগে মৌভোগ শিশু নিকেতনে মানববন্ধন করা হয়।
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সপ্তাহব্যাপি মানববন্ধন সহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে জানান ব্র্যাক কর্মকর্তা কুহেলি মন্ডল।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ শাহিনুর আলম প্রগতি, দাবি প্রকল্পের শাখা ব্যবস্থাপক মো. সাদ্দাম হোসেন, এসসিডিপি প্রকল্পের শাখা ব্যবস্থাপক এম. ফরিদ আলিম, সেল্প কর্মসূচির কর্মকর্তা কুহেলি মন্ডল, শিশু নিকেতনের প্রধান শিক্ষিকা অনিতা রানী রায়, নীলিমা দে শর্মিলা দাশ, ইতু বিশ্বাস, পল্লী সমাজের সভা প্রধান জবা ঢালীসহ শিক্ষার্থীবৃন্দ।
