ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মাটির নমূনা সংগ্রহ পদ্ধতি, ভেজাল সার সনাক্তকরণ, সুষম সার ব্যবহার ও লবনাক্ততা ব্যবস্থাপনার উপর একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৬ নভেম্বর সকাল ১০টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান প্রশিক্ষক ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট বিভাগীয় কার্যালয় খুলনা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শচীন্দ্রনাথ বিশ্বাস।
এসময় প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শামসুন নাহার রত্না, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অফিসার কৃষিবিদ শারমিনা শামিম প্রমূখ।