হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট উপজেলা কর্মকর্তাদের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কর্মকর্তাদের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সাবেক কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) অমিত রায় চৌধুর, শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ আ: রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবদুলাল বসু চম্পক, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, মাদ্রামা সুপার মিজানুর রহমান, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত প্রমূখ।

বিদায় অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমৃকর্তা সানজিদা বেগম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার এবং সদ্র অবসর পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মী।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন