ফকিরহাট (বাগরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, মডেল থানার ওসি আলীমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ, ইউপি চেয়ারম্যান শিরানা আক্তার কিসলু, মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, এ্যাড. হিটলার গোলদার, মো. ফারুকুল ইসলাম ওমর, মোড়ল জাহিদুল ইসলাম, এমডি সেলিম রেজা প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।