হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার সন্ধ্যায় কাজি আজহার আলী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে মো. উজির হোসেনকে সভাপতি ও মো. মজনু শেখকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।

এতে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, যুগ্ম সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক মো: সুমন মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মো. আছাবুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন