হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট ইউএনও বাসভবনে আনসার মোতায়েন

ফকিরহাট ইউএনও বাসভবনে আনসার মোতায়েন

কর্তৃক
০ মন্তব্য 111 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ও দাবির প্রেক্ষিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ও কার্যালয়ে মোট ৪ জন করে সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ঢুকে দুর্বৃত্তদের হামলার পর আনসার ও ভিডিপি সদর দপ্তরের জরুরি নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান জানান, এখানে ৪ জন সশস্ত্র আনসার পালা করে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা বিশেষ করে রাতে তাদের বাসভবন সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর (বুধবার) রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে সরকারি বাসভবনে ঢুকে নৃশংস হামলা করে দুর্বৃত্তরা এই ঘটনার পর সারাদেশে মাঠপর্যায়ে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন, যার কারনে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরপত্তা জোরদার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন