হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের পাশের ময়লার ভাগার এখন পুষ্প কানন

ফকিরহাট (বাগেরহাট) প্রতনিধি :

বাগেরহাটের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের প্রবেশ পথের পাশে পতিত জমি দীর্ঘদিন ধরে ময়লার ভাগার হিসেবে ব্যবহার করত বাজারের দোকান ব্যবসায়ীসহ স্থানীয় মানুষজন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এখন তা নান্দনিক পুষ্প কাননে পরিনত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ৩টায় এই পুষ্প কানন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য কবি শেখ নাসিরুদ্দীন, বিদ্যালয়ের অধ্যক্ষ শেখ সিদ্দিকুর রহমান, ফকিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এসময় তাঁরা বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো পরিদর্শণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একখন্ড জমি নিয়ে বিরোধ থাকার কারণে দীর্ঘদিন ধরে জমিটি পতিত ছিল। সে সুযোগে কিছু মানুষ সেখানে আবর্জনা ফেলে ময়লার ভাগারে পরিনত করেছিল। বিষয়টি জানার পর দুপক্ষের সাথে কথা বলে জমিটির ময়লা অপসরণ করে নান্দনিক ফুলের বাগানে পরিনত করা হয়েছে।

ময়লার ভাগারকে পুষ্প কাননে রূপান্তর করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন