হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া রাঙ্গার পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ এপ্রিল) দুপুর ২টারদিকে ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার এই অর্থদন্ড দেন। অনাদায়ে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

সরকারি নির্দেশ অমান্য করে পুকুর থেকে বালু উত্তোলনের খবর পেয়ে এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিক আজিম শেখকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসিল্যান্ড বিধান কান্তি হালদার জানান, পরিবেশ রক্ষায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনকারী বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন