হোম ফিচার ফকিরহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“বঙ্গবন্ধুর দর্শন’ ‘সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা অডিটরিয়ামে জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ইউসিসিএ লি: চেয়ারম্যান শেখ কামরুজ্জামান কামরুল, ভৈরব দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি: (মিল্কভিটা) চেয়ারম্যান শেখ আজমল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এসময় মিল্ক ভিটার ম্যানেজার কৃষিবিদ ডা: মো. কামারুল আলম, ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন