হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ৪ দলীয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিস বাগেরহাট এর আয়োজনে মঙ্গলবার বেলা ২টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ প্রতিযোগিতা শেষে আলতাফ হোসেন টিপুর সার্বিক পরিচালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয়, বনফুল মাধ্যমিক বিদ্যালয় ও অগ্রনী ক্লাব খেলায় অংশগ্রহন করে। এই ফাইনাল খেলায় বনফুল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে অগ্রণী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন জাহিদুল ইসলাম টুকু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন