ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। এদিন মোট ৩’হাজার, ৯’শ কৃষক-কৃষানীদের মাঝে ২কেজি করে বোরো ধানের বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব কৃষকদের হাতে বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলঅ কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
উপজেলা অীতরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল প্রমূখ।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এমপি সেলিম রেজাসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।