ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ৩২শত দরীদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। তিনি বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে পাগলা-শ্যামনগর বনফুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এসব মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করেন।
সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেন শেখ হাসিনার সরকারের আমলে দেশ উন্নতির দিকে এগিয়ে গেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছে, বিভিন্ন মানুষকে ভাতা প্রদান করছেন। তিনি আরো বলেন বিএনপি দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে। বিএনপি মাঠে খেলতে নেমে হেরে গেছে। আগামী সংসদ নির্বাচনে দলের নেতা-কর্মিদের একত্রিত হয়ে কাজ করতে বলেন।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী। অনুষ্ঠান যৌথভাবে স ালনা করেন আওয়ামী লীগ নেতা শেখর রঞ্জন দেবনাথ ফকির দাউদ হায়দার বাবু।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন, সরকারি শেখ হাসিনা কারিগরি কলেজের শহীদ শেখ আবু নাসের একাডেমিক ভবন ও বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পাবলিক লাইব্রেরির ভবন উদ্বোধন করেন।
