মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাটে করোনা দুর্যোগ পরিস্থিতির মধ্যেও থেমে নেই কার্যক্রম। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ, বীজ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানর সহ কৃষকদের নানা প্রকারের সহযোগিতা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২৫৬জন কৃষক-কৃষাণীদের মাঝে ১০প্রকারের বীজ ও আর্থিক সহায়তা সরুপ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত।
উপ-সহকাি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন সেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল পাল, কৃষক বসন্ত শিকদার প্রমূখ। এসময় সহকারি অধ্যাপক মাসুদুর রহমান মুক্ত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, মো: বিল্লাল হোসেন, বিপ্লব দাশ সুমন বাগচী, দেবদাশ বালা সহ বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা, সংবাদকর্মী ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এদিন প্রত্যেক কৃষকদের মাঝে বেগুন, পেকে, করোলা, বরবটী সিম সহ ১০প্রকারের বীজ ও সার, জৈব, অজৈব সার ও কৃষি ক্ষেত পরিচর্চার জন্য ১৯৩৫ টাকার চেক প্রদান করা হয়েছে।