ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রাামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বুধবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজজাক মীরসহ পুলিশের একটি দল। অভিযানে একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ থেকে গাঁজার এই বড় চালান জব্দ করে পুলিশ। এসময় মাদক পরিবহনের দায়ে কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
মাদক বিরোধী অভিযানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ ঘটনায় রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। আসামীদের বুধবার (২৩ জুলাই) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।