হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ১৪৩০জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

রবি/২০২২-২৩ মৌসুমে সরিষা, সূর্যমূখি, গম, ভ‚ট্টা ও খেসারি আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাগেরহাটের ফকিরহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এসব কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের স লনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ কুমার মন্ডল, কৃষক আছাদুজ্জামান ফকির প্রমূখ।

এদিন, ২০ কেজি করে ৫০জনকে গম, ২কেজি করে ৪০জনকে ভুট্টা, ১কেজি করে ৩০০জনকে সরিষা, ১কেজি করে ১০৩০জনকে সূর্যমূখী বীজ ও ৮ কেজি করে ১০জনকে খেসারী ডাল বিতরণ করা হয়। এছাড়া, কৃষকদের মাঝে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন