ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাস সংক্রমণ রোধে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬জন পথচারিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা টাউন-নওয়াপাড়া বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৬জনকে ১হাজার ৮শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম।
অভিযানকালে পথচারী ও চালকদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, করোনা প্রতিরোধে সরকারের বিধিনিষেধ মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।