ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সাধুর সাধের বটতলা শ্রী শ্রী কালি মন্দির চত্ত্বরে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্ম উৎসব পালন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৫টায় খুলনা বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ আয়োজনে এবং ফকিরহাট শাখার পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফকিরহাট শাখার সভাপতি দেবাশিষ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতি, বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর তারাচাঁদ ঢালী।
প্রবীর মন্ডল এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক কর্মকর্তা সুজীত মন্ডল, উপাধক্ষ দেবদাস কুমার মন্ডল, প্রভাষক উল্লাসীনী সরকার, প্রভাষক উৎপল কুমার দাশ, দেবেন্দ্রনাথ সাহা, ফকিরহাটের আহবায়ক বলাই কৃষ্ণ দাশ, অলোক সেন, স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট শাখার সাধারন সম্পাদক প্রসেনজিৎ কুমার দাশ, সংগঠনের খুলনার কর্মকর্তা দিপংকর কীতনীয়া, বিপ্লব বৈরাগী, সুকান্ত মল্লিক, রনজিৎ কুন্ডু, তরনী জোয়াদ্দার ও সৌধার্য কর প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটে ও সঙ্গীত পরিবেশেনর মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মউৎসব পালন করা হয়। পরে শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
