ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে স্বামী পরিত্যক্ত এক নারী (৩৭) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। পিলজংগ ইউনিয়নের এক গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ওই নারী বাগেরহাট আদালতের শরনাপন্ন হয়েছেন। তিনি গত ৩১ মে একজনকে অভিযুক্ত করে মোকাম বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতে লিখিত অভিযোগ দাখিল করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি বাগেরহাট পিবিআই এর উপর তদন্তভার দিয়েছেন।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ১৫/০৫/২০২৩ ইং তারিখ রাত সাড়ে ১১টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে ঘরের বাইরে আসেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার জনৈক এক ব্যক্তি (৪৫) ওই নারীর মূখ চেপে ধরে ভয়ভিতি দেখিয়ে পাশের সুপারীর বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন।
এ ঘটনায় অসহায় ওই নারী নিজ বাদি হয়ে মো. মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে বাগেরহাট আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন।