হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সোনাখালী খালের ভাঙ্গনে একটি রাস্তা ঝুকিপূর্ন

ফকিরহাটে সোনাখালী খালের ভাঙ্গনে একটি রাস্তা ঝুকিপূর্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 80 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী ও রাজপাট গ্রামের সীমান্ত সবেরআলী খালের ভাঙ্গনে খালপাড়ের পূর্ব পাশের ইটের সলিং করা রাস্তাটি ঝুকির্পর্ন অবস্থায় রয়েছে। যে কোন মুহুর্তে খালের পাড়ের মাটি ভেঙ্গে রাস্তাটি ধ্বসে পড়তে পারে খালে ভেতর।

স্থানীয়রা জানিয়েছেন, ভৈরব নদীর শাখা সবেরআলী খালটি গিয়ে মিশেছে কালীগঙ্গা খালের সাথে। এটি প্রায় সাড়ের তিন কিলোমিটার লম্বা। খালের পাড়ের উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে থাকে। ফলে রাস্তাটি ধ্বসে পড়লে স্থানীয়দের চলাচলে সমস্যার সৃষ্টি হবে। এ ব্যাপারে স্থানীয়রা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন