হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সিত্রাং এর আঘাতে ধান, সবজী, গাছ ও ঘরবড়ি ক্ষতিগ্রস্থ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে রোপা আমন ধান, সবজী, বীজতলা, পানের বরজ, কলাগাছ, পেঁপের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। অর্ধশতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন রাস্তায় ও ঘরের উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে। অনেক গাছ উপড়ে পড়ে। তবে মাছের ঘের ও পুকুরের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাং আঘাতে ৪হাজার ৩শত হেক্টর রোপা আমন ধানের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ৩৫০ হেক্টর ক্ষেতের সবজী, ৫ হেক্টর জমির বীজতলা, ৪৫ হেক্টর পানের বরজ, ১শত হেক্টর জমির কলাগাছ ও ৩০ হেক্টর ক্ষেতের পেঁপের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা জানান, ঘূণিঝড়ে ৭২টি বাড়ি-ঘর কম-বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে ১২টি কাঁচা ঘর ভেঙ্গে পড়েছে।

উপজেলা বন কর্মকর্তা নির্মল কুমার দত্ত বলেন, সিত্রাং এর আঘাতে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন গাছের ডাল ভেঙ্গে গেছে। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস বলেন, নিন্মচাপের ফলে নদী-খালে পানি বৃদ্ধি পেলেও ও অবিরাম বৃষ্টি হলেও কোন ঘের ও পুকুর পানিতে তলিয়ে যায়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন