ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর সার্বজনীন কালী মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে কালিপদ দাস শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মন্দির কমিটির আয়োজনে এবং মুরারী দাস ও মোহন দাসের সৌজন্যে শনিবার বেলা ১১টায় অত্র মন্দির চত্ত¡রে ৫০জন মেধাবী শিক্ষার্থীদের মোট ২৫হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, উপজেলা সদর সার্বজনীন কালী মন্দিরের সভাপতি ঠাকুর দাশ রায়, সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, উপজেলা সদর সার্বজনীন কালী মন্দিরের সহ-সভাপতি সহকারি অধ্যাপক মুরারী মোহন পাল, প্রভাষক শ্যামল কুমার সাহা, যুগ্ম সম্পাদক গোবিন্দ কুন্ডু, পূষ্প রানী দাস, প্রভাষক উত্তম কুমার দে, অলোক দাশ, বিকাশ বিশ্বাস, দেব দুলাল কুন্ডু,তুষার কান্তি ঘোষ, প্রশান্ত মন্ডল প্রমূখ।