ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের আয়োজনে সোমবার (৭ই মার্চ) বেলা ১১টায় শিক্ষক মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবদুলাল বসু চম্পক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক কাউন্সিল কমিটির সাধারন সম্পাক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, যুগ্ম সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস ও প্রভাষক মু. হায়দার আলী, সহ প্রভাষক অচিন্ত্য কুমার সরদার, শচীন্দ্রনাথ রায়, পরিমল কান্তি মন্ডল, শিক্ষার্থী যুথি খাতুন, জলি আক্তার, সামিয়া খানম, সুরাইয়া আক্তার, রহিমা খাতুন, রিমা খাতুন, তাপসী দেবনাথ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সন্তোষ রায়। এসময় কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।