ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় সন্তান প্রসবের পর মায়ের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ মৃত নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার আলী আহম্মেদ (৬৫) উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।
পুলিশ ও মৃতের স্বজনরা জানান, বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার পিলজংগ গ্রামের আলী আহম্মদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে অবস্থিত বাথরুমের ভেতর একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর তিনি মারা যান। এর কিছু সময় পর বাথরুমের প্যানের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
দ্রæত শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে শিশুটির উন্নত চিকিৎসার জন্য খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়। বাথরুমের ভেতর থেকে শিশুটি কিভাবে প্যানের ভেতর গেল তা নিয়ে এলাকায় ধ্রæমজালের সৃষ্টি হয়েছে। শিশুটি বেঁচে আছে বলে স্বজনরা জানান।
মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে পাশের বাড়ির একজনের ফোন পেয়ে তারা পিলজংগ আলী আহম্মেদের বাড়িতে আসেন। সেখানে এসে দেখেন জেসমিন বেগম ঘরের মেঝেতে পড়ে আছে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ ঘটনায় ১৭ জুলাই রাতে মৃত জেসমিন বেগমের বাবা মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে হাকিম মোল্লা বাদী হয়ে জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন। যার নং-০৭, তারিখ-১৭/০৭/২০২৫ইং, ধারা-৩১৪/৩১৭ পেনাল কোড।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।