ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে শান্তিগঞ্জের মোড়ে অবস্থিত মোসার্স খানজাহান আলী ট্রেডার্সের সেকেন্ড হ্যান্ড মটরসাইকেলের শো-রুম থেকে দশটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতের কোন এক সময় চোর চক্রটি শো-রুমের সাটারের তালা কেটে ডিসকভার, পালচার, টিভিএস সহ বিভিন্ন রকমের দশটি মটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।
এতে প্রায় ১৮লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে শো-রুমের পরিচালক মো. রাসেল শেখ ও মো. হিরন শেখ জানিয়েছেন।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, চুরির বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই শো-রুমের পক্ষ থেকে কেউ মামলা দিতে চাইলে মামলা নেওয়া হবে।