হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজে মহান বিজয় দিবস উদযাপন

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজে মহান বিজয় দিবস উদযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনাশ্র শ্রদ্ধায় মাল্যদান করা হয়। মাল্যদান শেষে মহান বিজয় দিবসের উপর নির্মিত চলচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় অধ্যক্ষ বটুগোপাল দাসের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো: হোসাইন ছাইদীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম মল্লিক, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, সেখ, তারিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি উৎপল কুমার দাস, মাহাবুবা ফিরদৌসী, প্রভাষক মোছা: আতাউন্নেছা, সালমা খাতুন, অপূর্ব লাল সাহা, শেখ শামীম ইসলাম, আশেক আহমেদ প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শএবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে। সম্প্রতি একটি গোষ্টি মদদপুষ্ট হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষ্কর‌্যকে লাঞ্ছিত করেছে। দলমত নির্বিশেষে সকল পেশার মানুষকে এর প্রতিবাদ জানাতে হবে।

ঐ অবাঞ্ছিতদের সুষ্ঠ বিচার করতে হবে। আজ সময় এসেছে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা জাতির সামনে উপস্থাপনের। শিক্ষার প্রতিটি স্তরে ইতিহাস বাধ্যতামূলক করা এবং স্বাধীনতা ও বিজয় দিবসের ভূমিকা তুলে ধরতে হবে। তাহলেই তরান্বিত হবে বাংলাদেশের উন্নয়ন। অচীরেই দেশের এই শ্রেষ্ট সন্তানদের আত্মত্যাগের মহান ইতিহাসকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী ও উন্নত জাতী রাষ্ট্র। সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে বঙ্গবন্ধুর রচিত অসামপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই তুলে দেওয়া হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন