ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়।
এরপূর্বে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, তাঁর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:আমজাদ হোসেন সরদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত প্রমূখ।
