ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) ও স্থানীয় সরকার বিভাগের সহায়তায় ফকিরহাট উপজেলা পরিষদ প্রশিক্ষণের আয়োজন করেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষেদের চেয়ারম্যান ও স্বানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাহিদ সুজা। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী।
প্রশিক্ষণে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রশিক্ষণ গ্রহণের সময় পরস্পরের সাথে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।
