ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ শিক্ষা ও স্বাস্থ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এসব শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেসসহ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রপ্ত কর্মকর্তা পাস্টর শ্যামুয়েল সরকার তরুন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাধুরী মন্ডল।
শিক্ষক নয়মী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএজিসি (পশ্চিম বিভাগ) এর সভাপতি রেভা: প্রবীর মন্ডল,এরিয়া কো-অর্ডিনেটর (আশীর্বাদ) রেভা জেমস অসীত বিশ্বাস, ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, আল্লাদী মন্ডল প্রমূখ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক মমতা মন্ডল, তমাল সরকারসহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অত্র প্রতিষ্ঠানের ভারপ্রপ্ত কর্মকর্তা পাস্টর শ্যামুয়েল সরকার তরুন জানান, কলকলিয়া আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের শিক্ষার্থীদের বছরে দুইবার শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়। এদিন ৬১জন শিক্ষার্থীকে স্কুল ড্রেসসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া ১০২জন শিক্ষার্থীকে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য উপকরন প্রদানের পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন ঘটাতে হবে। সরকার শিক্ষাখাতে অনেক সুযোগ-সুবিধা দিচ্ছেন। যাতে ছেলে-মেয়েদের লেখা-পড়ায় উন্নয়ন ঘটে। তিনি অবিভাবকদের উদ্দেশ্যে বলেন ছেলে-মেয়েরা ঠিকমত লেখা-পড়া করছে কিনা সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান। একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।