হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে বিস্কুট

ফকিরহাটে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে বিস্কুট

কর্তৃক
০ মন্তব্য 91 ভিউজ

মান্না দে,ফকিরহাট (বাগেরহাট)  :
বাগেরহাটের ফকিরহাটে করোনা কালীন সময়ে প্রাথমিক বিদ্যালয় বন্দ থাকলেও সরকারের সময় উপযোগী নিদর্শনায় শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বিস্কুট বিতরণ করছেন আর আর এফ কর্মীরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন শিক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ”দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি” বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম সমূহের মধ্যে অন্যতম।

বাগেরহাট জেলার ফকিরহাট সহ বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়নে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) দীর্ঘদিন ধরে সচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে চলেছে। সরজমিনে ঘুরে জানা গেছে, বর্তমানে করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এমতবস্থায় স্কুলগামী প্রত্যেক ছাত্র-ছাত্রীদের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব রুহুল আমীন খানের সময় উপযোগী এই নিদের্শনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিটি ছাত্র ছাত্রীর বাড়িতে বাড়িতে গিয়ে বিস্কুট বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন