হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিত্রা নদীতে নৌকা বাইচ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মূলঘর কলকলিয়া চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কলকলিয়া আশালতা স্মৃতি পাঠাগারের আয়োজনে বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগতায় ৮টি দল অংশগ্রহন করে।

নৌকাবাইচ দেখতে চিত্রা নদীর দুই কুলে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়ে মূখরিত হয়ে উঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, কলকলিয়া আশালতা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও ব্যাংক কর্মকর্তা বৈষ্ণব দাস মন্ডল, কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশিষ কুমার রায়, আশালতা স্মৃতি পাঠাগারের সভাপতি রনজিৎ কুমার মন্ডল, সাধারন সম্পাদক সুব্রত মন্ডল, সুদেব মন্ডল, হীরামন মন্ডল প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন