হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শতভাগ টিকার আওতায় আনার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম চলছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটে ফকিরহাটে শতভাগ করোনা ভাইরাসের টিকা আওতায় আনার লক্ষ্যে উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় মূলঘর ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে টিকা ক্যাম্প করে করোনার টিকা প্রদান কার্যক্রম চলছে।

দৌড়গড়ায় টিকা গ্রহন করতে পেরে মানুষ অত্যান্ত খশি। রবিবার বেলা ১১টায় টিকা প্রদানকালে বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ শেখ কামাল হোসেন, ইউপি সদস্যবিভান মোহন্ত, নিপুন বিশ্বাস প্রমূখ।

টিকা গ্রহনকারী নিমাই পাড়উ জানান, বাড়ীর কাছে টিকা ক্যাম্প করে অনেক সুবিধা হয়েছে। টিকা দিতেকোন অসুবিধা হয়নি। প্রিয়ংকা বিশ্বাস ও সুচিত্রা পাত্র বলেন, টিকা দিতে পেরেঅনেক খুশি হয়েছে। সুন্দর পরিবেশে টিকাগ্রহন করেন তারা।এছাড়া, মহেন বিশ্বাস ও হরপ্রসাদ বর্মন জানান, সুষ্ঠ ওসুন্দর পরিবেশে টিকা গ্রহন করতে পেরে তারা আনন্দিত। দৌগড়ায় টিকা ক্যাম্প করায় সকলের জন্য খুব ভাল হয়েছে বলে তারা জানান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিমকুমার সমাদ্দান বলেন, ডিসেম্বর-২০২১ এর মধ্যে ফকিরহাটে শতভাব করোনা ভাইরাসের টিকার আওতায় আনার লক্ষ্যে ইউনিয়নেরওয়ার্ড পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম চলছে। ইতিমধ্যে অধিকাংশ মানুষের টিকার প্রথম ডোজ গ্রহনসম্পন্ন হয়েছে। এরমধ্যে অনেকের দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন