হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে লায়ন্স ক্লাব বাগেরহাট কিংসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে লায়ন্স ক্লাব বাগেরহাট কিংস এর উদ্যোগে মঙ্গলবার বেলা১১টায় বিশ্বরোড়ে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব বাগেরহাট কিংস এর ক্লাব মেম্বরশিপ চেয়ারর্পাসন লায়ন শেখ দেলোযার হোসেনের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোল্লা রাজু আহম্মেদ, শেখ সাহিদুল ইসলাম, শেখ আফজাল হোসেন, মিলন শেখ, আনিচুর রহমান, শেখ এনামুল কবীর, শেখ জিয়া, শেখ জাহাঙ্গির হোসেন, শেখ মাসুম, শেখ সবুজ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন