হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মৎস্য ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনায় মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে চিংড়ি ব্যবসায়ী মো: ফজলুর রহমানকে মারপিট করে টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ৩ জন অজ্ঞাতনামা আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেছেন, যার নং-১০, তারিখ-১১/০৪/২০২১ইং, ধারা-৩৪২/৩৯৪ দ:বি:। পুলিশ ও ভুক্তভোগী জানান, ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের চর কুমারখালি গ্রামের সমশের শেখের পুত্র মোঃ ফজলুর রহমান (৩৮) পেশায় একজন চিংড়ি মাছ ব্যবসায়ী। এলাকা থেকে চিংড়ি মাছ ক্রয় করে প্রতিনিয়ত রূপসার বিভিন্ন মাছ কোম্পানিতে বিক্রি করে। তারই ধারাবাহিকতায় ১০ এপ্রিল (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে মাছ নিয়ে রূপসায় মাছ বিক্রি করে ভ্যান যোগে বাড়ী ফেরার পথে সুখদাড়া-বেতাগা সড়কে এসে পৌছালে একটি মটরসাইকেলে ৩ জন ছিনতাইকারি তাদের গতি রোধ করে। পরে মাছ ব্যবসায়ী ফজলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে তার কাছে মাছ বিক্রয়ের ৫৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় সন্হেজনকভাবে পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন