হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মৎস্যঘের থেকে হেলপারের মরদেহ উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে উল্টে পড়ার ৩দিন পর হেলপার মো. জুয়েল (৪০) এর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শুভদিয়া এলাকায় গত শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাহাত নামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মো. নজরুল ইসলামের মৎস্য ঘেরে উল্টে পড়ে। এসময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে যায়। পরবর্তীতে গত রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়।

এরপর সোমবার (৯ জানুয়ারি) সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ জানায় ওই মরদেহ উল্টে পড়া বাসের হেলপার মো. জুয়েল। নিহত হেলপার খুলনার রূপসার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান, ওসি (তদন্ত) স্বপন কুমার রায় সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিটক হস্তান্তর করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন